আমাদের পৌরসভা সম্পর্কে জানুন

পৌরসভা সংক্ষিপ্ত বিবরণঃ

লক্ষ্মীপুর পৌরসভা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন: ২৮.২৬ বর্গ কিলোমিটার।
অবস্থান ও সীমানা: লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যাংশে লক্ষ্মীপুর পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে দক্ষিণ হামছাদী ইউনিয়ন; পূর্বে পার্বতীনগর ইউনিয়ন, বাঙ্গাখাঁ ইউনিয়ন ও লাহারকান্দি ইউনিয়ন; দক্ষিণে টুমচর ইউনিয়ন ও শাকচর ইউনিয়ন এবং পশ্চিমে চর রুহিতা ইউনিয়ন ও দালাল বাজার ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল: ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন ৫নং বাঞ্চানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়। পরে এই পৌরসভাটির বিস্তৃতি ঘটে।
প্রশাসনিক এলাকা: লক্ষ্মীপুর পৌরসভায় ১৫টি ওয়ার্ড রয়েছে।[১] এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ।
জনসংখ্যা: লক্ষ্মীপুর পৌরসভায় জনসংখ্যা প্রায় ১৫০০০০ জন। পুরুষ ভোটার সংখ্যা ৩০১১০ জন মহিলা ভোটার সংখ্যা ২৮৯৬৪ জন।
শিক্ষা: লক্ষ্মীপুর পৌরসভায় শিক্ষার হার প্রায় ৪৫ শতাংশ স্বাক্ষরতার হার প্রায় ৮৫ শতাংশ।
যোগাযোগ ব্যবস্থা: ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের দূরত্ব প্রায় ২২০ কি.মি. এবং চট্টগ্রাম এ.কে খাঁন বাস টার্মিনাল থেকে প্রায় ১৭৫ কি.মি.।

আমাদের লোকেশন

আমাদের পার্টনার
পেমেন্ট মাধ্যম